0000

মানুষের হবে জয় ।। আব্দুর রব রানা



রাতের নৈশব্দে চোখে বর্ষা নামে
বুকের গহীনে আছড়ে পরে ঢেউ!
করোনার অগোচরে কত পেট খালি,
হায়! খোঁজতে আসেনি কেও!
কোটি কোটি জনতার নামের খাতায় 
গরীবের নাম নেই আজ কি!
রাষ্ট্রীয় ঘোষণায় মৃত্যু বাধ্য হোক
গরীবের বেঁচে থেকে কাজ কি?
চাল চোর তেল চোর সন্ধা কিবা ভোর
নতজানু হয়ে তারা ভোট চায়,
গরীবের পেটে বল! চোখ ভিজে ছলছল
তোদের এই আচরণে হায়! হায়!
ইতিহাস থেকো জানি, ধর্মগ্রন্থ মানি
এ প্রলয় থেমে যাবে একদিন,
হিসাবের খাতা বাকি, চাই মোরা বেঁচে থাকি
একটু একটু করে খোঁজ নিন!
নির্ঘুম বিদঘুটে শহরে
সদা ভয় সদা লাজ, সংশয়,
নত শিরে ধিরে ধিরে দোয়া মাগ-
দিন শেষে মানুষের হবে জয়।
মানুষের হবে জয়।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. ধন্যবাদও শুভকামনা
    রৈখিক এর পথ চলা শুভ হোক।
    খোকন ভাইয়ের জীবন সুন্দর হোক

    উত্তরমুছুন

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Back To Top