0000

মেহেদী হাসান অন্তর' এর কবিতা "অন্তিম ইচ্ছে

জানতে কি চাইবে না-
সম্পর্কের ভিতে আচমকা কুঠার কেনো এলো?
জানতে কি চাইবে না-
ব্যথিত বেদন বিরহী হৃদয়
তোমায় মুক্তি কেনো দিলো?
তোমার হয়তো জানতে চাওয়ার স্পৃহা সব ফুরিয়ে গেছে,
আমিও হারিয়ে ফেলেছি সত্য বলার সমুদয় শক্তি।
দুর্বোধ্যতা আর অস্বচ্ছতা থেকে যাবে সবকিছুতেই,
ফলাফল- স্বপ্নের পঞ্চত্বপ্রাপ্তি।
অপ্রমেয় অলীকতার ফুলঝরি ছড়িয়ে আমায় আর হরবোলা হতে ইচ্ছে করে না।
বর্ষার রাত্রিতে দু সেকেন্ড স্থায়ী ক্ষণপ্রভা হয়ে তোমায় আর আলোকিত করার অভিপ্রায় জাগে না।
কথা দিচ্ছি, আর আসবো না তোমায় মিথ্যে স্বপ্ন দেখাতে,
আর আসবো না তোমায় মুখরিত খুনসুটিতে মাতাতে।
ভালো থেকো তুমি! অনেক অনেক ভালো থেকো!
আমার অন্তিম ইচ্ছে- যদি ক্ষমার্হ হই, তবে শুধু ক্ষমা করে দিও!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Back To Top