0000

মতিয়ারা মুক্তার কবিতা || ধর্ষিত হৃদয়


 আমি জানি,

তোমরা দেখবে আমার এ ডায়রিখানা

তাইতো লিখে যাচ্ছি দিনরাত।

বাহু যুদ্ধে জয়ী হওয়ার কোন

 ইচ্ছাই আমার ছিলনা, নেই।

আজ আমি শুধু

          আমার কথাই বলছি।

বিজ্ঞের মুখে প্রতারকের হাসি মানায় না

এটা জেনেও আমি হাসি এবং হাসছি!

অভিযোগের ফুল কুড়াতে কুড়াতে

ভরে গেছে হৃদয়ের পকেট কোথায়

 রাখবো ;এখনো অসংখ্য ফুল পথে -প্রান্তরে।


পশ্চাতে অপরাধের বাণী করছে ধাওয়া

 -কোথায় কার কাছে যাবো আমি 

অন্ধকারে আমি যে,

              স্বরচিত ছায়াকেও ভয় পাই! 

নীলাকাশের মেঘ খন্ড

এই বুঝি পড়লো মাথার উপর

ভেতরাটা যে বড্ড ফাঁকা ফাঁকা।

ঐ দেখো,ফুল,পাখি,তরুলতা পাহাড় নদী

 মৃত্তিকা সবাই যেন অবাক দৃষ্টিতে

কি এমন অপরাধ করেছি আমি?

যার ধরুন ফেরারি আসামীর মত

বাঁচতে হচ্ছে, এ অপবাদ

             কোথায় গিয়ে ডাকবো আমি? 

হাজার লক্ষ নেশাখোর নিশিদিন

পোড়া ক্ষত হৃদয়টাকে করছে ধর্ষিত,

ধর্ষিত হৃদয় কাঁদে ;কলঙ্ক অপবাদ বুকে নিয়ে এক হাঁটু রক্তের কার্পেটে,রক্ত টলমল।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. স্বপ্ন রায়অক্টোবর ২৯, ২০২০

    সুন্দর কবিতা। ভালো লাগল। লেখিকার কবিতা আরো পড়তে চাই।

    উত্তরমুছুন

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Back To Top