কোন এক নির্জন দুপুরে
খড়-তপ্ত রোদ
নির্মল আকাশ।
আর চৈতালির হাওয়ায়
গাঁয়ের মেঠো পথে
দু'পাশের সবুজ প্রান্তরে
নদীর ঝিকিমিকি জলে
পাল তোলা নৌকায়
মাঝির জালে
আটকে পরা মাছ কিংবা
কৃষকের মাঠের কাজে।
কৃষাণীর অলস দুপুরে
ছেলেদের মার্বেলগুটি
মেয়েদের কিতকিত তারপর,
পুকুরপাড়ের ঝাপালী
গাছের ডালে পাখির ডাকাডাকি।
আমন্ত্রণ আপনাকে,
শহরের দালান-কোঠা থেকে
গ্রামের প্রকৃতিতে।
সন্ধ্যায় ঘরে ফিরে
গৃহিণীরা রান্নাঘরে
কর্তামশাই বসার ঘরে
ছেলেমেয়েরা পড়ার ঘরে।
খানিকবাদে পাবেন না কাউকে
নিস্তব্ধ গ্রামে
সবাই ঘুমের অতলে।
দেখতে পাবেন আপনি
জোনাকির ঝিকিমিকি আর
আকাশ জুড়ে চাঁদের ফালি।
আমন্ত্রণ আপনাকে
শহরের কোলাহল থেকে
গ্রামের নির্জনতায়।
0 মন্তব্যসমূহ
মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।