0000

মতিয়ারা মুক্তার কবিতা।। ভূষন্ডির কাক

 


আমি তো চাইনি

শিউলি বিছানো সবুজ ঘাস

নতুবা নরম ঘাসের মতই

তোমার স্পর্শে শিহরিত হতে।


আকন্ঠ তৃষ্ণা নিয়েও তো

             তোমার কাছে যাইনি -


বুকের কোথায় যেন রেখেছি  তোমায়...


'এই ঝিমধরা মধ্যাহ্ন দুপুরে '_এই

 দুপুরেই পরিত্যক্ত ভালোবাসা 

হয়ে বেঁচে আছি।


আমি তো চাইনি

শ্রাবণ ধারার মতো দু 'চোখে

অশ্রু ঝরুক, হাবুডুবু খাও ঘোলা জলে

কাঁদা পথে ফেঁসে যাওয়া গাড়ির মতো

তোমাকে দেখতে চাইনি আমি

বিশ্বাস করো বা না করো


ব্যর্থতার করতালিতে মুখরিত হবো

আমি তবু তোমাকে ভালো

দেখতে চাই -


তোমার ভেজাচুলে পৃথিবীর সুর, চুম্বনে অমৃতের স্বাধ এসবে কোন লোভ

 নেই আমার, ছিলো না।


আমি তো চাইনি 

         তোমার নির্ঘুম রাত।


ঘুমের বাক্স থেকে একগুচ্ছ স্বপ্ন 

দিতে চেয়েছিলাম যদিও

গ্রহণ করোনি তুমি...


নাইবা হলে আমার

আফসোস করি না, জানি তো 

এ হবার নয়।


আমি না হয় ' ভূষন্ডির কাক ' হয়েই 

রইলাম, তবু  তোমার সুখ 

দেখতে চাই গো -

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Back To Top