0000

আরবি ঘোড়া || কবিতা || নাহিদ হাসান


মদের পেয়ালা হাতে কেঁপে উঠছো কে গো তুমি এই রাতে?

সাথে হরিণীর চোখ বিহ্বল সতর্কতা,

তুমিও ঘামছো আমিও ঘামছি বিপুল নিরবতা।

বাতি নিভে আসে দ্রাবিড় অন্ধকারে দ্বিধার দূরত্ব তবু

তুমি ছুটে যাও পালাও পালাও, আর আমি ঢুঁকে মরি দ্বিধা ধরণির তলে

ভূতলে সীতার খোঁজে-

মদিরার তীর শিরায় শিরায় খেলে

দুলকি দুলকি চালে উড়ছে আরবি ঘোড়া

তুমিও পালাও উবারে চড়িয়া আমি ইউছুফ ডাকি-

জুলেখা 

জুলেখা...

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Back To Top